কোন রড কোন ভবনে ব্যবহার করবেন

রডকে ভবনের মেরুদন্ড বলা যেতে পারে। নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি থাকে। কিন্তু ভালো রড ব্যবহার করলে ভবনের ঝুঁকির পরিমাণ কমে যায়। কংক্রিটের সাথে রডের মজবুত বন্ধনই নিশ্চিত করে স্থাপনার দৃঢ়তা। তাই ভবন তৈরিতে, ভালো রড ব্যবহারের কোনো বিকল্প নেই।

কোন বাড়ি নির্মাণ কোন রড ব্যবহার করবেন

 

  • স্থাপনার স্ট্র্যাকচারাল ডিজাইন অনুযায়ী রডের সাইজ নির্ধারিত হবে। বাড়ি নির্মাণের কাজে সাধারনত ৮, ১০, ১২ , ১৬, ২০ মিলি রড ব্যবহার করা হয়।
  • এছাড়া বহুতল ভবন, ফ্লাই ওভার এবং ব্রীজে আরও বড় ডায়ামিটার অর্থাৎ ২৫ মিলি, ৩২ মিলি, ৪০ মিলি সাইজের রড ব্যবহৃত হয়।
  • প্লেইন রডে কোন খাঁজ কাটা থাকে না তাই প্লেইন রডের পরিবর্তে নির্মাণ কাজে এখন খাঁজ কাটা ডিফর্মড রড ব্যবহৃত হয়। এই রড কংক্রিটের সাথে মজবুত বন্ধন তৈরি করতে সহায়ক।
  • মার্কেটে তিন গ্রেডের রড আমরা দেখতে পাই, ফোরটি গ্রেড, সিক্সটি গ্রেড এবং ৫০০ ড ঞগঞ ইধৎ।
  • ভূমিকম্প ও দূর্যোগ সহনীয় এই উচ্চ মান সম্পন্ন ৫০০ ড ঞগঞ ইধৎ নির্মাণ কাজে এখন বহুল ব্যবহৃত।
  • দেশের অধিকাংশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পরীক্ষাগারে, রডের মান যাচাই করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: ভাল রড চিনবেন যেভাবে


মানসম্মত রড নিশ্চিত হওয়ার জন্য যে বিষয়গুলো খেয়াল করবেন

  1. 500W TMT Bar রডের গায়ে ব্র্যান্ডের নাম গ্রেডসহ উলেখ থাকবে।
  2. এর সর্বোচ্চ শক্তিমাত্রা ৭২,৫০০ পিএসআই।
  3. ভালো মানের রড ৯০ থেকে ১৩৫ ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে।
  4. রিবেন্ড বা পুনরায় সোজা করার পর কোন ক্র্যাক দেখা যাবে না।
  5. বিএসটিআই অনুমোদিত সীল থাকবে।

ভালো রড চেনার উপায়

 

রডের গায়ে 500W বলতে কি বুজায়? 
72গ্রেড/ 60 গ্রেডের রড় বলতে কি বুজায়? 
What does 400W500W mean on rod?
MS = mild steel ( medium carbon steel )

রড ৩ ধরনের হয়ে থাকে

  1. low carbon steel
  2. medium carbon steel
  3. high carbon steel

**রডের Grade বলতে কি বুঝায়?**
রডের নমনীয় বিন্দুর সবোর্চ্চ শক্তি কে রডের গ্রেড বলে।

**72 Grade স্টীল বলতে কি বুঝায়?**
72 গ্রেডের স্টীল বলতে রডের নমনীয় বিন্দুর সবোর্চ্চ শক্তি 72 ksi কে বুঝায়।
রডের গায়ে যে লেখা থাকে 400w বা 500wবা 550w এর মানে হচ্ছে mega pascal. 1 mega pascal = ১৪৫ পাউন্ড, এখানে আর একটি বিষয় উল্লেখ করা দরকার যে ১কেজি = ২.২০৬ পাউন্ড। ধরি ৪০০ মেগাপিক্সেল * 145 পাউন্ড = 58000 পাউন্ড। psi হলো pounds per square inches, আমরা জানি 1 kilo = 1000 pounds, 58000 না ধরে আমরা 60000 ধরি বা কম্পানি ধরে রডের শক্তি নির্নয় করে। রডের গায়ে লেখা থাকে 60 G এর মানে হচ্ছে 60 kilo বা 60000 psi= pound per square inches তে এতো লোড নিতে সক্ষম এর বেশি লোড দিলে ভেংগে যাবে। আর w অর্থ হলো weldable মানে এটি ওয়েল্ডিং করা যাবে। অনেক সময় রডের গায়ে tmt ber লেখা থাকে এর অর্থ হলো thermo mechanical treated. বাংলা অর্থ হলো= তাপ যান্ত্রিক চিকিৎসা বা কৌশল।

**রডের গায়ে লেখা থাকে**
ক, MK/500/W/16
খ, ANOWER/415/W/20
ক, MK/500/W/16
MK= COMPANY NAME
500 = 500 mega pascal বা 500 MPA ,
1MPA= 145 PSI ( pound per square inches )  1ksi ”kilopound per square inch” = 1000psi )
W= weldable
16= 16mm Rod
500w মানে এটা কত গ্রেডের রড , তা কিভাবে বুঝবো
500*145 = 72500 psi
72500/1000= 72.5 ksi ~72 গ্রেড

আপনার বাড়ী দাড়িয়ে থাকবে রডের কাঠামোর উপর । তাই ভালো রড বেচে নিতে ভুলবেন না ।এখন প্রশ্ন হচ্চে যে রড কিনছেন সেটা যে ভালো তা বুঝবেন কি করে ?

ভবন তৈরিতে নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি। কিন্তু ভালো রড ব্যবহারের কোনো বিকল্প নেই। ভালো রড ব্যবহার করলে ভবনের ঝুঁকির পরিমাণ কমে যায়। এজন্য রডের মান নিশ্চিত হয়ে তবে রড কেনা জরুরি। বাজারে এখন 3 মিলিমিটার থেকে শুরু করে 4,5,8,10,12,16,20 ও 25 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন রড পাওয়া যায়। তবে ভবন তৈরিতে সাধারণত তিন ধরনের রডের ব্যবহার দেখা যায়। পাইলিং, স্ল্যাব, বিম বা কলাম তৈরিতে একেক ধরনের রড ব্যবহার করা হয়। তবে যে রড কংক্রিটের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পারে, সেই রড ভালো। বাজারে 40 গ্রেড, 60 গ্রেড ও 72.5 গ্রেড পর্যন্ত রড পাওয়া যায়। 40 গ্রেডের রড এখন খুব কম ব্যবহৃত হয়। ভবন তৈরিতে সাধারণত 60 গ্রেডের রডই বেশি ব্যবহৃত হচ্ছে। 72.5 গ্রেডের রড হচ্ছে এক্সট্রিম গ্রেড। বহুতল ভবন তৈরিতে এই গ্রেডের রডের ব্যবহার বেশি। রড সাধারণ মাইল্ড স্টিল (এমএস) ও এসএস (স্টেইনলেস স্টিল) এ দুই ধরনের হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top